কঠিন শাস্তি
কঠিন শাস্তি
খাদিজা বেগম
নয়ন খুলে যা দেখি সব
চারিদিকে শুধু তোমার নেয়ামত,
পা বাড়িয়ে সামনে চলি
এত আমার প্রতি তোমার রহমত।।
হাত বাড়িয়ে যা ধরি হব
তার পেছনে শুধু তুমি আর তুমি,
সাগর পাহাড় ঝর্না দিয়ে
সাজিয়েছো তুমি সুন্দর এই ভূমি।
তোমার আদেশ তোমার নিষেধ
তোমার বানী আমার কাছে আমানত।।
বিবেক বুদ্ধি সব দিয়েছো
চলতে যেন পারি আমি সুপথে,
পাপে ডুবে যাই না যেন
কথা বলি না যে তোমার দ্বিমতে।।
ভুলে তবু পথ ভুলে যাই
তোমার ভয়ে আমি শোধরাই নিজেকে,
ক্ষমার আশায় কাঁদি সেজদায়
পাপ ছেড়ে দেই আমি তোমায় না দেখে।
যেমন তোমার অসীম দয়া
তেমন কঠিন শাস্তির আছে আলামত।।
Comments
Post a Comment