বিনয়ী হও
বিনয়ী হও
খাদিজা বেগম
বিনয়ী হও বিনয়ী হও
বিনয়ী ছাড়া মানুষ হয় না কেহ,
কৃতজ্ঞতায় ভরে রাখো
তোমার চিন্তা চেতনা আর দেহ।।
বিনয় হলো মানুষের গুণ
বিনয়ী ভাব প্রকাশ কর কথায়,
অহংকারী অভদ্র লোক
মানুষের প্রাণ বিষিয়ে দেয় ব্যথায়।
বড়দের কে শ্রদ্ধা করো
ছোটদের কে করো তুমি স্নেহ।।
বিনয় হলো নরম কোমল
শান্ত লোকের সত্য মিষ্টি ভাষা,
বিনয়ী লোক ফেরেস্তার বড়
যার কাছে পায় সবাই ভালবাসা।।
সকল কথায় কান দিও না
কিছু কথা যাও এড়িয়ে তুমি,
আপন মনে চাষ করে যাও
তুমি তোমার স্বপ্নে দেখা ভূমি।
সকল দৃশ্যে চোখ দিও না
পাপি দৃশ্য মনে দাও জবেহ
Comments
Post a Comment