সাদা সাদা চুলে

 সাদা সাদা চুলে 

খাদিজা বেগম 


চলে যাবার সময় হলো 

বলছে আমার সাদা সাদা চুলে,

প্রস্তুতি নাও বিদায় জানাও

বলছে আমার অগুনতি ভুলে।।


কালো কালো চুল গুলো 

ধীরে ধীরে হয়ে গেলো সাদা, 

সাদা হৃদয় দাগ লেগেছে 

পাপে পাপে হয়ে গেলো কাদা।

অনুতাপে মন কাঁদে সাই

তোমার দ্বারে এসে দুই হাত তুলে।।


ভুল হয়েছে মাফ করে দাও

ওগো রহিম হে রহমান আমার,

তোমার ক্ষমার দ্বার খুলে দাও 

ভুল হলেও আমি শুধু তোমার।।


তোমার হতে এসেছিলাম 

আবার আমি তোমার কাছেই যাব,

তুমি আমার শেষ ভরসা 

তুমি ছাড়া আশ্রয় নাহি পাব। 

পথ ভুলে যায় যদি ভুলে 

আমায় টেনে নিও তোমার কূলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান