আমার সকল পূর্ণতা
আমার সকল পূর্ণতা
খাদিজা বেগম
হাড় কাঁপানো শীতেও যদি
আমি না পাই তোমার একটু উষ্ণতা,
তবে আমি বলবো না গো
বলবো না গো তোমার সাথে আর কথা।।
ফুল ফোটা ঐ বসন্তকালে
কোকিল হয়ে যদি তুমি না আসো,
ভোমর হয়ে ফুলের বনে
গান শুনিয়ে আমার ভালো না বাসো।
তবে আমি দেখাবো না
আমার মনের খুব গহীনের প্রেম ব্যথা।।
বর্ষাকালের ঐ বৃষ্টিতে
যদি ভিজতে নাহি পারি এক সাথে,
তবে আমি রাখবো না গো
আমার এই হাত কভু তোমার দু হাতে।।
অগ্নিঝরা গ্রীষ্মে যদি
প্রেম যমুনায় ডুবে যেতে না পারি,
তবে তোমার সাথে আমার
চিরতরে আড়ি আড়ি গো আড়ি।
তুমি ছাড়া শূন্য সবি
তোমার মাঝে আমার সকল পূর্ণতা।।
Comments
Post a Comment