মাটির নিচে
মাটির নিচে
খাদিজা বেগম
যত উপরে যাওনা কেন
মাটির নিচে তোমাকে যেতে হবে,
কোনো ক্ষমতা কারো হাতে নাই
যে ক্ষমতার বলে থাকবে ভবে।।
বলতো কোন সে ক্ষমতার
বলে হয়েছ অহংকারী এত,
তোমার চেয়ে ক্ষমতাধর
ছিলেন যারা তারা হয়েছে গত।
পাপের পিছে না ছুটে আর
তুমি এবার মানুষ হও তবে।।
মানব ঘরে জন্ম নিলেই
মানুষ তারে বলা যাবে না,
মানুষ হলে সেই মানুষে ওই
হারাম খানা কভু খাবে না।।
ঘুড়ির মত উড়ে চলেছ
ঐ বাতাসের বেগে আকাশে,
যখন প্রাণ সুতা ছিড়বে
লাভ হবে না কোনো তালাশে।
মাটির দেহ মাটির ভিতর
খুব নিরবে গিয়ে লুকিয়ে রবে ।।
Comments
Post a Comment