জীবন প্রদীপ
জীবন প্রদীপ
খাদিজা বেগম
মোমের মত গলে গলে
ফুরিয়ে যায় আমার জীবন প্রদীপ,
একটু জ্বলে একটু নেবে
আমার প্রানের প্রদীপ করে টিপ টিপ।।
এইতো বুঝে নিভে যাবে
আঁধার হবে আমার রঙিন ভুবন,
উঠবে না আর আমার রবি
খুলবে না আর আমার দুটি নয়ন।
ডুবো ডুবো করে করে
ডুবে যাবে দেহ নামের এই শীপ।।
জ্বলবে না আর জীবন প্রদীপ
বলবে না আর এই জীবনে কথা,
ভাসবে না আর জীবনের শীপ
চিরতরে ছেড়ে যাবে ব্যথা।
যে ব্যথাতে কাঁদত নয়ন
ঝড়ত পানি যখন তখন চোখে,
যে ব্যাথাতে জ্বলতো আগুন
খুব নিরবে থেমে থেমে বুকে।
এই জীবনের বেদনা সব
চিরতরে হয়ে যাবে সজীব।।
Comments
Post a Comment