পথপ্রদর্শক
পথপ্রদর্শক
খাদিজা বেগম
তুমি আমার পথপ্রদর্শক
জান্নাতের ঐ পথটি দেখাও,
যেথায় গেছে শ্রেষ্ঠ নবী
আমায় নিয়ে সেখানে যাও।।
তুমি হিসাব গ্ৰহনকারী
আমি মূর্খ তুচ্ছ অতি,
আমায় তুমি ক্ষমা করো
তোমার কাছে এই মিনতি।
তুমি ছাড়া কেউ নাই আমার
হিসাব থেকে আমায় বাঁচাও।।
তুমি আল্লাহ মহাজ্ঞানী
আমায় তুমি জ্ঞান করো দান,
শক্তি দিও সত্যি বলার
কবুল করো আমার ঈমান।।
এই পবিত্র মুখটি যেন
মিথ্যে কথা আর বলে না,
এই দু'চরণ কভু যেন
পাপের পথে আর চলে না।
আমি যেন তাই করি গো
তাই বলি গো যা তুমি চাও।।
Comments
Post a Comment