ভালবাসায় ঘিরে

 ভালবাসায় ঘিরে 

খাদিজা বেগম 


প্রেম পিপাসায় কাতর হয়ে 

বারেবারে আসি তোমার নীড়ে,

তাড়িয়ে দাও যতই আমার 

আমি তবু আসি ফিরে ফিরে।।


তোমায় কত ভালোবাসি 

তা বোঝাবার নাই তো কোন ভাষা, 

বকো জগো জাই কর তাই 

আমার কাছে লাগে ভিশন খাসা।

কত ভালো বাসি তোমায়

পারতাম যদি দেখাতাম বুক চিরে।।


তোমায় শুধু বাসবো ভালো 

আর কিছু নাই চাওয়া পাওয়া আমার,

দূর থেকেই বাসবো ভালো 

নাইবা আমায় কাছে ডাকলে তোমার।।


এই হৃদয়ে তোমার বাড়ি 

দিবানিশি তোমার চলাফেরা,

এই নয়নে তুমি আমার 

সুনয়না সবার চেয়ে সেরা।

রিদ মাজারে রাখছি তোমায়

খুব যতনে ভালোবাসায় ঘিরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান