এখনো
এখনো
খাদিজা বেগম
এখনও তোমার কথা মনে হলে
মনের উঠান জুড়ে বৃষ্টি নামে,
এখনো তোমার কথা ভেবে ভেবে
মন ডুবে যায় তোমার মিষ্টি প্রেমে।।
আমাকে ভালোবেসে চলে গেছো
তবু স্মৃতি হয়ে আছো বুকে,
সত্যি কি ভালো আছো আমায় ছেড়ে
আছো কি গো অনেক বেশি সুখে?
এখনো তোমায় খুঁজি চলতি পথে
আমার সামনে পিছে ডানে বামে।।
খুব সহজ করে বলেছিলে সেইদিন
তুমি আমায় ভুলে যেও প্রিয়,
এখনো ভুলে যেতে পারিনি তাই
পারলে তুমি ক্ষমা করে দিও।।
এখনো অনুভবে পাই তোমাকে
মন খুশিতে নাচে তোমার ঘ্রাণে,
এখনো তোমার হাসির শব্দ এসে
দোলা দিয়ে যায় এই আমার প্রাণে।
এখনো তোমার নামে চিঠি লিখি
ভালোবেসে ভরে রাখি খামে।।
Comments
Post a Comment