প্রেম নেশায় মন

 প্রেম নেশায় মন 

খাদিজা বেগম 


এই পৃথিবীর সবাই দেখলো 

পারুর প্রেমে দেবকে মরে যেতে,

কেউ দেখেনি দেবের প্রেমে 

পারুর অবুঝ হৃদয় পুড়ে যেতে।।


বাসলে ভালো ধরে রেখো 

হাত ছেড়ো না জাতের দোহাই দিয়ে, 

বাসলে ভালো পাপ করো না

লোক জানিয়ে করে নিও বিয়ে।

ভালোবাসার মানুষটারে 

চায় সকলে আপন করে পেতে।।


ভালোবাসা পায়ে ঠেলে 

দেবের মত ভুল করে কেউ মরে,

পারুর মতো ভুল মানুষকে 

ভালবেসে কেউ হাহাকার করে।‌।


ভালোবাসা যেন কোন 

দুটি দিকে ধারালো এক অস্ত্র, 

প্রেম হলেও জ্বালা আবার 

না হলেও গায়ে অগ্নি বস্র।

দেহের ভেতর মন থাকে না 

প্রেম নেশায় মন যখন থাকে মেতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান