আগুন দিও না
আগুন দিও না
খাদিজা বেগম
পুষ্প হলে ঝরে যেতাম
পাখি হলে মরে যেতাম
তাই হয়েছি আমি তোমার কবিতা,
প্রেম মাখিয়ে সোহাগ দিয়ে
একে একে পড়ে নিও সবিতা।।
ঝর্না হলে ঝরে যেতাম
বৃষ্টি হলে পড়ে যেতাম
তাই হয়েছি আমি তোমার গানের সুর,
ভালোবেসে শুনলে আমায়
তোমার দুঃখ কষ্ট হয়ে যাবে দূর।
সুরে সুরে কোরআন পড়ি
স্রষ্টার সুরে জীবন গড়ি,
সুর ভেঙ্গো না তোমার কাছে দাবি তা।।
উর্মি হলে ভেঙ্গে যেতাম
বরফ হলে গলে যেতাম
তাই হয়েছি ভালোবাসা তোমারি,
ভুল করেও ভুলো না যে
তোমার মাঝে আমার বসত ঘরবাড়ি।।
সূর্য হলে ডুবে যেতাম
আগুন হলে নিভে যেতাম
তাই হয়েছে আমি তোমার ভাবনা,
দিনে রাতে মিশে রব
তোমায় ছেড়ে আমি কভু যাব না।
মানুষের মন মোমের মতন
মনে আগুন দিও নাতো ললিতা।।
Comments
Post a Comment