এ আমার ইবাদাত

 এ আমার ইবাদাত 

খাদিজা বেগম 


আমি মানি না মানি না মানুষের ভেদাভেদ 

তোমাদের ঐ সমাজ আর ধর্মের নীতি,

যেখানে নাই ভালবাসা দয়া, মায়া আর প্রেম

নাই মানুষে মানুষের মাঝে কোন সম্প্রীতি।


আমি মানি না মানি না কোনদিনও মানবো না

গুম, খুন, করা দল চাঁদা তোলা রাজনীতি,

যে নেতা নেত্রীদের ভেতরে নাই ইনসাফ 

মনে মনে শুধু খাই খাই মুখে স্বদেশ প্রীতি। 


আমি মানি না মানি না তাদের মানুষ বলে 

ও যারা স্বার্থ ছাড়া তার নয়নে দ্যাখে না, 

এই পৃথিবী এই ধর্ম সবি মানুষের তরে 

তবু ওরা মানুষেরে এখনো বড় দ্যাখে না??


আমি মানি না মানি না তাদের বিবেক আছে 

বিবেকবান লোকের থাকে কথা কাজে মিল,

তারা ধর্ষণ কারী নেতার নেতৃত্বে 

কভু করতে পারে না মিটিং আর মিছিল।


আমি মানি না মানি না আমার গর্ভধারী 

আর আমার রাষ্ট্র আমার চোখে সমান, 

এই পৃথিবীর বড় মা মায়ের বড় রাষ্ট্র

 রাষ্ট্রের জন্য মা দেয় ছেলে বলিদান।


আমি মানি না মানি না পরদেশে পরবাসে 

রোহিঙ্গা হয়ে থাকা মানুষে হাসতে পারে, 

কানায় কানায় মন হাসি খুশিতে ভরে 

পরদেশে আপনার মতন বাঁচতে পারে।


আমি মানিনা মানিনা দলের নামে বিক্রি 

হাজার কোটি টাকার দলীয় মনোনয়ন,

মানুষের অধিকার কেড়ে নেয়া সংবিধান

রাষ্ট্রকে অবহেলে লুটপাটের শাসন। 


চুরমার করে দেবো গণতন্ত্রের নামে 

পরিবার তন্ত্র ওদের স্বজন প্রীতি,

সেবার নামে অর্থ সম্পদ চুরি করা

নেতাকর্মী সচিব জোট বাঁধা দুর্নীতি।


আছে যত ঘুষখোর দলীয় ঐ চাঁদাবাজ

ছেঁটে ছেঁটে আঙ্গুল কেটে দেবো চোরা হাত,

তবু আমার রাষ্ট্র রাখবোই নিরাপদ 

রাষ্ট্রের সেবা করা এ আমার ইবাদাত।।


যত আছে রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পদ 

তার ভিতরে দামি রাষ্ট্রের জনগণ, 

ওরা দেশের শত্রু বন্ধুর বেশ ধরে

জনগণের ওপরে গোপনে করে শোষণ।


মানব দেহের প্রতিটা অঙ্গ অমূল্য 

কোন সংখ্যার দামে কখনো কেনা যাবে না,

তবু অনেক অঙ্গ ছাড়া বেঁচে থাকে প্রাণ 

মাথা ছাড়া বেঁচে থাকা কখনো ভাবা যাবে না। 


সেই মাথাটা এই রাষ্ট্র তাকে ছাড়া ঘরবাড়ি 

টাকা সোনা কাঁড়ি কাঁড়ি রেখেও লাভ হবে না,

সবার আগে রাষ্ট্র এই কথাটা ভুলো না কেউ 

মাথা ছাড়া কোরো দেহ এ ভবে রাখা যাবে না।


ধর্মের কথা ছেড় আগে বাঁচাও এই রাষ্ট্র 

ধর্ম কভু মরে না শোন ওহে ধার্মিক, 

কেমন করে করবে ধর্ম পালন তুমি 

যদি তোমার রাষ্ট্র তুমিই না রাখো ঠিক?


হতেই হবে মানুষ মানুষেরে ভালবেসে 

থাকতে হবে স্বচ্ছ চিন্তায় চেতনায়,

তুমি ভালো হলেই তবে রাষ্ট্র হবেই তো ভালো 

তোমার রাষ্ট্র গড়ে নিতে হবেই তো তোমায়।


পবিত্র মন ছাড়া হবে না তো এবাদত 

ওই মন আছে যার সে করে না তো কু কর্ম,

ভালো কাজ করে করে নিজের রাষ্ট্র গড়ে

লোকের হক বাঁচাতে সে হয়ে থাকে বর্ম‌।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান