না ভাবিয়া

 না ভাবিয়া 

খাদিজা বেগম 


আগে পিছে না ভাবিয়া 

ভুল করেছি আমি তারে মন দিয়া, 

এখন আমার দিবানিশি 

কান্দে নয়ন জ্বলে পুড়ে যায় হিয়া।।


যাচাই বাছাই না করিয়া 

শুধু বিশ্বাস করেছিলাম তার কথা,

আজ বুঝেছি বিবেক থেকেও 

বিবেকহীনাই ছিলাম তখন অযথা। 

ভালোবাসার ফাঁদে ফেলে 

আমাকে সে নিঃস্ব করল সব নিয়া।।


প্রথমে সে মন নিয়েছে 

মিষ্টি মিষ্টি মিথ্যা কথার ছলনায়,

পরে হাজার প্রতিশ্রুতি 

স্রষ্টার কসম করে মিলন মোহনায়।


প্রথম প্রথম বলেছিল 

বাঁচবে না সে আমায় বিনে একটি দিন,

সব নিয়ে সেই পালিয়েছে

এখন তারে খুঁজে পাই না কতদিন।।

নিজের ভুলে সব হারাইয়া 

কান্দো কেন মন অন্যকে দোষ দিয়া।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান