তুমি আকবর

 তুমি আকবর 

খাদিজা বেগম 


তুমি আমার মালিক আল্লাহ

আমি অধম তোমার চাকর,

তুমি বিনা কেউ নাই আমার

যে রাখিবে আমার খবর।


তুমি আমার সৃষ্টিকর্তা

আমি তোমার ক্ষুদ্র সৃষ্টি,

আমার প্রতি সদায় রেখো

এমনি করে দয়ার দৃষ্টি।

সহজ করে দিও তুমি 

এই জীবনের ছোট্ট সফর।। 


তুমি আদেশ প্রদান কারী

আমি হুকুম মানা দাসী,

তোমার দেয়া সকল আদেশ

আমি বড় ভালোবাসি।।


তুমি আমার রিযিকদাতা

তুমি আমার প্রতিপালক,

যেথায় তাকাই দেখিতে পাই

তোমার সৃষ্টির মিষ্টি ঝলক।

তুমি রহিম হে রহমান 

তুমি শ্রেষ্ঠ মহান আকবর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান