সুখ পাখি
সুখ পাখি 🐦
খাদিজা বেগম
কাছের বলে আছে শুধু
দুই নয়নের অশ্রু ধারা,
আমার মনে ব্যথা পেলে
ছুটে আসে শুধুই তারা।।
এই জীবনের সাথী বলে
আছে আমার রক্ত ঝরা ক্ষত,
তা তারাতে চেষ্টা করলাম
মলম দিয়ে ঔষধ খেয়ে কত।
আজ মনে হয় আপন বলে
আমার কেহ নাই তো দুঃখ ছাড়া।।
এই নয়নে যা দেখিলাম
তার চেয়েও বেশি করলাম কান্না,
আমি থাকবো হাসি খুশি
হয় তো আমার বিধাতাই তা চান না।।
তাইতো আমি কেঁদেই চলছি
খুব গোপনে নিদ্রাহীনা রাতে,
এই জীবনে আর হবে না
সুখের দেখা বুঝি আমার সাথে।
জন্ম নেয়ার আগেই যেন
গেছে আমার সুখ পাখিটা মারা।।
Comments
Post a Comment