কোকিল পাখি
কোকিল পাখি
খাদিজা বেগম
তুমি আমার কোকিল পাখি
তোমার ডাকে ফাগুন আসে ফুল ফোটে,
তোমার মুখের মিষ্টি সুরে
ফুলে ফুলে ভোমরা বসে প্রেম লোটে।।
তুমি এলে পৌষ মাস আসে
আমার অঙ্গে অঙ্গে কাপন ওঠে খুব,
তুমি এলে জোয়ার আসে
সেই জোয়ারে ভেসে ভেসে মন দেয় ডুব।
তুমি আমার পূর্ণিমা রাত
তোমার ছোঁয়ায় জোসনা ঝরা চাঁদ ওঠে।।
তুমি আমার এমন একজন
যারে একদিন না দেখলে দুই চোখ কাঁদে,
যার সাথে মন মনে মনে
হারিয়ে যায় যখন তখন অবাধে।।
তুমি আমার শরৎ ঋতু
সাদা সাদা মেঘের ভেলা আকাশে,
তুমি আমার নদীর দুই কূল
প্রাণ জুড়িয়ে হাটি তোমার বাতাসে।
তুমি আমার বাঁধ ভাঙা জল
তোমার জলে মরুর বুকে ঢেউ ছোটে ।।
Comments
Post a Comment