অভিশাপ দাও
অভিশাপ দাও
খাদিজা বেগম
আজকে আমি দোয়া চাইনা
চাইনা তোমার কাছে ক্ষমা,
আমায় তুমি অভিশাপ দাও
তোমার দুই হাত তুলে ওমা।।
তোমার দেয়া অভিশাপে
ধ্বংস হোক এই দুঃখী কপাল,
শেষ হয়ে যাক অমানিশা
জেগে উঠুক নতুন সকাল।
নিপাত যাক এই বুকের কষ্ট
যা রয়েছে বুকে জমা।।
অভিশাপে অভিশাপে
মরে যাক সব দ্বিধা দ্বন্দ্ব,
জীবন থেকে হারিয়ে যাক
এই জীবনের সকল মন্দ।।
অভিশাপ দাও অভিশাপ দাও
চাই না তোমার কাছে দোয়া,
তোমার দেয়া অভিশাপে
পূরণ হবে মনের চাওয়া।
বৃষ্টির মত অভিশাপ দাও
দিও না মা দাড়ি কমা।।
Comments
Post a Comment