তোমার চাকর

 তোমার চাকর

খাদিজা বেগম

২২/১১/২০১৯


তুমি আমার মালিক আল্লাহ

আমি অধম তোমার চাকর,

তুমি বিনা কেউ নাই আমার

যে রাখিবে আমার খবর।


তুমি আমার সৃষ্টিকর্তা

আমি তোমার ক্ষুদ্র সৃষ্টি,

আমার প্রতি সদায় রেখো

এমনি করে দয়ার দৃষ্টি।


তুমি আদেশ প্রদান কারী

আমি হুকুম মানা দাসী,

তোমার দেয়া সকল আদেশ

আমি বড় ভালোবাসি।


তুমি আমার রিযিকদাতা

তুমি আমার প্রতিপালক,

যেখানে চাই দেখিতে পাই

তোমার সৃষ্টির মিষ্টি ঝলক।


যত দেখি তোমার সৃষ্টি

জুড়ায় না চোখ  ভরে না মন ,

দিনে দিনে ইচ্ছে জাগে

তোমায় দেখি সারাটা ক্ষণ।


মুখের কথা চোখের দৃষ্টি

আমার সবই তোমার দান,

তুমি আমার দয়ার সাগর

তুমি রহিম হে রহমান।


আল্লাহ আল্লাহ এ মধুর নাম

ডাকতে লাগে বড় ভালো,

যে ডেকেছে মনে প্রাণে

সে পেয়েছে পূর্ণ আলো।


তুমি আমার রক্ষাকারী

রক্ষা করো আমার ঈমান,

লোভ-লালসা ধ্বংস করো

হই না যেনো কভু বেঈমান।


তুমি আমার পথপ্রদর্শক

জান্নাতের ঐ পথটি দেখাও,

যেথায় গেছে শ্রেষ্ঠ নবী

আমায় নিয়ে সেখানে যাও।


তুমি হিসাব গ্ৰহনকারী

আমি মূর্খ তুচ্ছ অতি,

আমায় তুমি ক্ষমা করো

তোমার কাছে এই মিনতি।


তুমি আল্লাহ মহাজ্ঞানী

আমায় সুজ্ঞান করো হে দান,

শক্তি দিও সত্যি বলার

কবুল করো আমার ঈমান।


এই পবিত্র মুখটি যেন

মিথ্যে কথা আর বলে না,

এই দু'চরণ কভু যেন

পাপের পথে আর চলে না।


হে দয়ালু দয়া করো

করো তুমি করুনা আজ,

অবহেলা করি না যে

আদায় করতে রোজা নামাজ।


আমি পাপি তোমায় জপি 

ক্ষমা পাবার আশায় আশায়,

ক্ষমা করো আল্লাহ আমার

মৃত্যুর সময় এসে যায়।


মৃত্যু হলে পড়বে ঢলে

মাটির দেহ মাটির গায়ে,

জীবন মরণ তোমারি দান

সদায় রেখো ক্ষমার ছায়ে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান