বাসলে ভালো

 বাসলে ভালো 

খাদিজা বেগম 


ভালবাসি ভালবাসি 

বললে কি আর ভালোবাসা হবে?

বাসলে ভালো ভালোবাসার 

মানুষের ভুল ক্ষমা কর তবে।


দামি দামি গাড়ি বাড়ি 

দিলে কি আর দিল মিলে যায় কারো?

দিল পাবেনা তুমি কভু 

যদি অশ্রু না মুছাতে পারো।

ভালোবাসা পবিত্র খুব 

তা পাবে না পাপি লোকে ভবে।।


ভালোবাসা ত্যাগে বাঁচে 

ভোগে ভোগে ভালোবাসা মরে,

স্বার্থ অর্থ বোঝেনা প্রেম 

নিজের জীবন বিলাই অন্যের তরে।।


সবার উপর ভালোবাসা 

তার উপরে নাই পৃথিবীর কিছু,

বিশ্বাস ছাড়া প্রেম হবে না 

বিশ্বাসঘাতক ছুটে পাপের পিছু।

আসল প্রেমিক দেহ চায় না 

সে মন পাবার অপেক্ষাতেই রবে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান