বৃষ্টি ভেজা
বৃষ্টি ভেজা
খাদিজা বেগম
বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া
যেন কেমন কেমন লাগে,
এমন ক্ষণে মনে মনে
কি যেন কি ইচ্ছে জাগে।।
দিন কাটে না রাত কাটে না
কাটে না যে সকাল-বিকাল,
বৃষ্টির ছন্দে মন আনন্দে
লাগে শুধু মাতাল মাতাল।
এত অস্থির হয়নি এমন
ওগো তোমায় দেখার আগে।।
গুন গুনিয়ে গান শুনিয়ে
অলি ছুটে ফুলে ফুলে,
কল কলিয়ে ছুটে যায় ঢেউ
নদীর গভীর থেকে কূলে।।
তেমনি এমন ছুটে চলে
তোমার পানে অবিরত,
তোমায় ছাড়া পুড়ে পুড়ে
হৃদ মাঝারে প্রেমের ক্ষত।
অলি হয়ে উড়ে এসো
তুমি এসো পুষ্প বাগে।।
Comments
Post a Comment