প্রেম ছাড়া প্রাণ

প্রেম ছাড়া প্রাণ 

খাদিজা বেগম 


প্রেম ছাড়া প্রাণ বাঁচে না গো 

আমি তোমায় বলেছিলাম বারেবার,

এক বিন্দু প্রেম দাওনি তবু

কেমন প্রেমিক মন বোঝো না প্রেমিকার??


মন মরেছে সেই তো কবে 

তোমার থেকে পাওয়া তুচ্ছ তাচ্ছিল্যে,

তোমার কাছে প্রেম চেয়ে রোজ 

মাসুল দিলাম চোখের জলের অমূল্যে।

ভালবাসায় অন্ধ হয়ে 

আমি পেলাম ঐ কবরে অন্ধকার।।


থাকো থাকো তুমি থাকো 

পৃথিবীতে থাকো মেতে আনন্দে,

ঝরে পড়া পুষ্প আমি 

মন ভরাতে পারবো আর সুগন্ধে।।


প্রেমের তৃষ্ণায় কাতর করে 

তুমি চলে গেছ অন্য ঠিকানায়,

পাথর বেঁধে ডুব দিয়েছি 

কষ্ট থেকে বাঁচার কোনো অজানায়।

হয়তো বা ভুল ভাঙবে একদিন 

সেদিন আমায় পাবে নাতো ফের আবার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান