দেশের ডাকে

 দেশের ডাকে 

খাদিজা বেগম 


দেশের ডাকে সাড়া দিয়ে 

আমরা যোদ্ধা যুদ্ধ করে ছিলাম,

আজকে কেন সে দেশ আমার 

চাঁদাবাজির হাতে হচ্ছে নিলাম??


তোমরা কেমন রাজনীতিবিদ 

দেশের চেয়ে দলকে ভাবো বড়?

নিজের দলের জন্য তোমরা 

বারে বারে দেশের ক্ষতি কর?

চাঁদাবাজি আর করোনা 

তোমাদেরকে সাবধান করে দিলাম!!


নইলে আবার যুদ্ধ হবে 

চিরতরে ধ্বংস হবে তোমরা, 

যুদ্ধ করতে তৈরি আছি 

এই দেশের সব ঘরে ঘরে আমরা।।


আমরা অস্ত্র ধরতে জানি 

করতে জানি দেশ জননীর সেবা,

দেশের শত্রু তোমরাই এখন 

যারা চাঁদা দেবা কিংবা নেবা। 

ধান্দা বাজি চন্দা বাজি 

ছেড়ে দিয়ে লোভের মুখে দে লাগাম।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান