বড় ইচ্ছে করে
বড় ইচ্ছে করে
খাদিজা বেগম
আজকে বড় ইচ্ছে করে
তোমার সাথে কথা বলতে,
সবুজ গাছের ছায়ায় ছায়ায়
তোমার হাতটি ধরে চলতে।।
আজকে আমার ইচ্ছে গুলো
অশ্রু হয়ে যায় গড়িয়ে,
তুমি ছাড়া কে মুছিবে
কার দরদী হাত বাড়িয়ে?
এই বুকেতে স্বাদ জেগেছে
তোমার সাথে আবার মিলতে।।
তোমার আমার স্মৃতিগুলো
এখন শুধু বইছি আমি,
আজ বুঝেছি তুমি ছাড়া
আর কিছু নাই আমার দামি।।
তোমার স্মৃতির সুর তুলে মন
আজো ভীজে আমার নয়ন,
তুমি ছাড়া দিশেহারা
আজ তোমাকে খুব প্রয়োজন।
মরণ আমায় নিয়ে চলো
আর পারিনা আমি জ্বলতে।।
Comments
Post a Comment