শেষ দেখাটা

 শেষ দেখাটা 

খাদিজা বেগম


শেষ দেখাটা দেখার জন্য 

কেউ এসো না আমার মরার পরে,

বেঁচে থাকতে লওনি খবর 

আমার জীবন চলছে কেমন করে।।


আমার প্রতি কোন দরদ 

মায়া দয়া নাই তোমাদের মনে,

তবু জানি লোক দেখাতে 

অশ্রু চোখে আসবে জনে জনে। 

তোমাদেরই অবহেলায় 

আমি গেছি অনেক আগেই মরে।।


তোমরা সবাই ভালো থেকো 

দোয়া ছাড়া নাই তো কিছু দেবার,

বেঁচে থাকতে খবর নিও 

এখন থেকে তোমরা সবাই সবার।।


দায়িত্ব পালন করতে গিয়ে 

কেউ পড়না যেন নোংরা লোভে,

এমন আচার ব্যবহার কি 

সৃষ্টির সেরা মানুষেরে শোভে?

তোমাদের কাজ কর্ম দেখে 

আমার হৃদয় ভেঙ্গে রক্ত ঝরে।।


ভিক্ষা চাইনি কারো কাছে 

হাত পেতেছি সহযোগিতা পেতে, 

আমার সে হাত কেউ দেখনি 

আপন সুখে সবাই ছিলে মেতে।

কত আঘাত সইছি আমি 

আর কিছুদিন বেঁচে থাকার তরে।।


কতজনকে বলছি আমি 

আমার দুঃখ কষ্টের কথা খুলে, 

সবার কথাই বলতো সবাই 

সফল হবার নিজ প্রসঙ্গ তুলে।

আমার জায়গায় বসে তোমরা 

কেউ ভাবেনি একটু সময় ধরে।।


আমি যখন কলম কেনতে 

না পেরে চোখ ভাসাই অশ্রু জলে,

তোমরা তখন পাখি হয়ে 

ঘুরে বেড়াও ধনী হবার ফলে।

পৃথিবীর সুখ তোমাদের থাক

আমি চললাম আমার মাটির ঘরে।।


অসুখ ভরা এই শরীরে 

যখন আমার খুব প্রয়োজন দাওয়াই,

মুখ ঘুরিয়ে রেখেছিলে 

তখন আমার থেকে তোমরা সবাই।

আমার জীবন পুড়ে গেল 

অসুস্থ আর গরিব হওয়ার জ্বরে।।


স্বপ্ন ছিল অনেকে বড় 

আমি দেখব সবার মুখের হাসি,

ভাগ্য আমার স্বপ্নের গলায় 

লাগিয়ে দেয় যন্ত্রণার এক ফাঁসি।

তাইতো সবাই ধীরে ধীরে 

আমার থেকে খুব যতনে সরে।।


চাইনা আমি তোমরা এসে 

আমার কাফন সরিয়ে মুখ দেখো,

মরার পরে চাই না আদর

তোমরা আমার মুখটা ঢেকে রেখো।

আমার আমি চলে গেছি 

আর আসবো না এই পৃথিবীর তরে।।


তবু জানি আমি ঋণী 

এই পৃথিবীর সকল সৃষ্টির কাছে, 

ভালো কাজের চেষ্টা করো

মানুষ তো নয় তার কর্মফল বাঁচে।

চাইবো না আর কোন কিছু

শুধু আমার দিও ক্ষমা করে।।


হাত পেতেছি ক্ষমা পেতে 

যেতে চাইনা ঋণের বোঝা নিয়ে,

আমরা সবাই মহান হব

মানুষের ক্ষমা করে দিয়ে।

প্রাণের চেয়েও দামি ঈমান 

তা খেওনা বেঁচে কোন দরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান