দেশ বাঁচাতে
দেশ বাঁচাতে
খাদিজা বেগম
ছেলে আমার যুদ্ধে যাবে
মাথায় দিলাম লাল কাপড়টা /বেঁধে,
হাতে দিলাম বিজয় নিশান
তবু মায়ের মনটা ওঠে /কেঁদে।।
বিদায় বেলা দোয়া পড়ে
ফু দিয়েছি আমার ছেলের /বুকে,
সাহস দিলাম শক্তি দিলাম
নয়নের জল মুছে হাসি /মুখে
স্বার্থপরের মত করে
পারবনা তো ছেলে রাখতে/ বেঁধে।।
বারে বারে ঘুরে ফিরে
প্রশ্ন করে বিবেক আমার /কাছে,
দেশের ছেলে দেশ বাঁচাবে
নইলে কি দেশ এমনি এমনি /বাঁচে?
দেশ বাঁচাতে আমার ছেলে
অস্ত্রের মুখে দিলাম ঠেলে /সেই দিন,
দেশ বাঁচাতে ন্যায় বাঁচাবে
ভুলনা কেউ বীর শহীদদের /সেই ঋণ।
সন্তান হারা মা জননী
গর্ব করে যাচ্ছে শুধু/কেঁদে।।
Comments
Post a Comment