আত্মশাসন
আত্মশাসন
খাদিজা বেগম
সবার উপর মানুষ বড়
তার উপরে পিতা-মাতার আসন,
ছেলে মেয়ে অন্যায় করলে
তখন পিতা মাতায় করে শাসন।
পিতা-মাতা মাথার মুকুট
সন্তান রাখে তাদের মাথায় তুলে,
পিতা-মাতার নিয়ে সন্তান
গর্ব করে আনন্দে মন খুলে।
এখন অনেক পিতা-মাতা
করছে দেখি পরকীয়ার ফ্যাশন।।
তলে তলে চরিত্রহীন
উপর দিকে দেখায় চরিত্রবান,
আমরা কেহ হতে চাই না
এমন নোংরা পেতা-মাতার সন্তান।।
যদি থাকতে না পারো সৎ
তোমরা সন্তান জন্ম দিও না কেউ,
অসৎ পিতা-মাতার জন্য
ছেলে মেয়ের বুকে যন্ত্রণার ঢেউ।
নিষ্পাপ সন্তান শাস্তি ভোগে
নিজের পিতা-মাতার কারণ।।
আত্মশাসন না জানলে মন
পরের জন্য ভাঙ্গে আপন সংসার,
নিজের ভুলে জ্বলবে আগুন
সৌন্দর জীবন পুড়ে হবে ছারখার।
অল্পতে মন তুষ্ট রাখো
ধৈর্য ধরো পাপকে করো বারণ।।
Comments
Post a Comment