ও পেয়ারি

 ও পেয়ারি 

খাদিজা বেগম 


ওঠো ওঠো প্রিয় আমার 

ঘুমাইও না ঘুমায়ো না /তুমি আর,

ওঠো ওঠো ও পেয়ারি 

প্রেম পিপাসায় এই মন করে /হাহাকার।।


তোমার কথা ভেবে ভেবে 

তোমার প্রেমে ডুবে গেছে /আমার মন,

স্বর্গীয় প্রেম পাবার আশায় 

কেঁদে কেঁদে শ্রাবণ ধারা /দুই নয়ন।

আমার ডাকে দাও সাড়া দাও 

 রাগ করনা ও পেয়ারি /দাও পেয়ার।।


তুমি আমার প্রানের প্রিয় 

শ্বাস নিঃশ্বাসের স্রোত ধারা /এই বুকে,

তুমি ছাড়া বাঁচবো না তাই 

তোমারি নাম যপি সুখে /আর দুঃখে।।


তুমি আমার ভালোবাসা 

আসান দাতা আমার সকল /মুশকিলে,

তোমারি প্রেম আলো হয়ে 

দিবানিশি জ্বলে আমার /এই দিলে।

ও পেয়ারী পেয়ার দাতা

দাও খুলে দাও তুমি তোমার /প্রেমের দ্বার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান