মূল নন
মূল ধন
খাদিজা বেগম
জীবন তরী বাইলাম শুধু
পাইলাম না তার কোন কূল,
জীবন খাতার পাতায় পাতায়
লেখলাম যা তার সবই ভুল।।
সত্য ভেবে মিথ্যা টাকে
আঁকড়ে আমি ধরেছি,
শেষ বেলাতে এসে দেখি
লাভ ভেবে লস করেছি?
মানুষ হয়েও ছিলাম যেন
কারো হাতের এক পুতুল।।
ভালো চর্চা ছেড়ে দিয়ে
মন্দ চর্চা করেছি,
তাইতো আমি মরার আগেই
কখন যেন মরেছি।।
সাদা মনটা হারিয়েছি
নানা রকম রং মেখে,
আমি মহা ভুল করেছি
মুল ধন হাতে না রেখে।
সময় থাকতে ধন চিনি নাই
চিনি নাই রে আমার মূল।।
Comments
Post a Comment