জীবন ভরা জ্বালা

 জীবন ভরা জ্বালা 

খাদিজা বেগম 


স্বপ্ন গুলো মরে গেছে 

এবার আমার মরার পালা,

বেঁচে থাকতে ভাল্লাগে না 

আমার জীবন ভরা জ্বালা।।


রাতে আমার ঘুম আসে না 

ব্যথার পাহাড় নিয়ে বুকে, 

কত ব্যথা রাখবো ঢেকে 

লোক দেখানো হাসিমুখে।।

হাজার জ্বালায় জ্বলে পুড়ে 

আমার ভিতর বাহির কালা।।


সাত সমুদ্র অশ্রু দিলো 

বিধি আমার চোখের মাঝে,

ক্যান দিল না সফলতা 

আমার হাতের কোন কাজে??


সকল কাজে ব্যর্থ আমি 

পাই না কারো ভালোবাসা,

মরতে চাইলে তাও পারিনা 

বেঁচে থাকার নাই তো আশা।

চাবি রেখে বিধি হাতে 

আমায় মাইরা রাখছে তালা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান