প্রাণ শিকারি

 প্রাণ শিকারি 

খাদিজা বেগম 


চারিপাশে প্রাণ শিকারি 

আমায় নিয়ে করে উল্লাস,

বারে বারে দুই চোখে তাই

ভেসে উঠে আমারি লাশ।।


এই নিয়তির হাতে যেন 

আমি একটা মোমের পুতুল,

জ্বলে পুড়ে গলে গলে 

আলো ছাড়াই আঁধারের কূল।

আমি তো নই আমার কেহ 

আমি যেন নিয়তির দাস।।


জন্ম থেকে বন্দী আমি 

কায়া নামের জেল খানাতে, 

সেথায় টর্চার করছে আমায় 

দিবানিশি ছয় জনাতে।।


দেহের ভেতর শূন্য শূন্য 

আমি যেন নেই আমাতে,

কখন যেন যোগ দিয়েছি 

কাফন পরা ঐ জামাতে।

দেহ ছেড়ে কোথায় যাব 

কোথায় পাবো আপন আবাস??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান