ভাঙতে হবে
ভাঙতে হবে
খাদিজা বেগম
ভাঙতে হবে ভাঙতে হবে
জেলের তালা ভাঙতে হবে,
আনতে হবে আনতে হবে
বীর সেনাদের আনতে হবে।।
যুদ্ধ করে বাঁচব আমরা
যুদ্ধ করেই বাচাব ন্যায়,
যুদ্ধ করেই ধ্বংস করব
একে একে সকল অন্যায়।
আয় বাঙালি দলে দলে
এখন যুদ্ধে যেতে হবে।।
ঘর ছেড়ে আয় রাজপথে আয়
কন্ঠে কন্ঠে আগুন জ্বালা,
ভেঙ্গে চুরে ঘুরিয়ে দে
উড়িয়ে দে লৌহ তালা।।
বুকের মানিক বাঁচাতে আজ
দেবো বুকের রক্ত ঢেলে,
বুকের মানিক রাখবো বুকে
থাকতে দেবো না ওই জেলে।
বুকের মানিক বুকে এলেই
তবেই বুকটা শান্ত হবে।।
Comments
Post a Comment