ভোট দেব না
ভোট দেব না
খাদিজা বেগম
ভোট দেবো না ভোট দেবো না
আমি এমন কোন দলের প্রতীকে,
যাদের মূর্খ কর্মকাণ্ডে
সতীনের ঘর করতে হবে মেয়েকে।।
কাঁদবে যখন আমার মেয়ে
ঘুম আসবে না আমার দুটি নয়নে,
হাসিখুশি মেয়ের ওই মুখ
মলিন যেন না হয় কভু জীবনে।
শ্রাবণ হয়ে ঝরে না যে
কোন ধর্ম কারো মেয়ের দুই চোখে।।
ধর্ম হল বর্ম স্বরূপ
মনুষ্যত্ব আর বিশ্বাসের চেতনায়,
সেই ধর্মকে বিষ মাখা তীর
তৈরি করে ওরা মারছে কলিজায়।।
ধর্মে দিলেও ঐ পশুরা
নারী জাতির দেয় না ন্যায্য অধিকার,
ঘরে বাইরে ফূর্তি করে
ধর্মের নামে করে ওরা অত্যাচার।
শ্রেষ্ঠ নবীর মত করে
কজন ভালবাসো নিজের স্ত্রীকে??
ভোগের জন্য নয় তো বিয়ে
বিয়ে হল মুসলমানের ইবাদাত,
খুশি থাকো খুশি রাখো
কারো জীবন কেউ করোনা তো বরবাদ।
প্রথম স্ত্রী বেঁচে থাকতে
কেউ শুনেনি বিয়ে করতে নবীকে।।
ধর্ম রাখো বুকের ভেতর
কাজে কর্মে ভরে রাখো স্বচ্ছতা,
পৃথিবীকে দেখিয়ে দাও
স্বার্থ ভুলে বীর বাঙালির একতা।
ত্যাগে ত্যাগে ত্যাগী হয়ে
মানুষ বলে দাও পরিচয় নিজেকে।।
Comments
Post a Comment