মন হারালাম
মন হারালাম
খাদিজা বেগম
তোকে দেখে মন হারালাম
তোরি পথে পা বাড়ালাম,
হাজার বছর ধরে বুঝি
আমি তোকেই চেয়েছিলাম।।
না চাহিতে মন দিয়েছি
তাই করিস না অবহেলা,
ভালবেসে খুব যতনে
আগলে রাখিস সারাবেলা।
মন ভাঙ্গিলে কেমন করে
দেবো আমি তোর প্রেমের দাম??
তুই যে আমার স্বপ্নের ভুবন
তোর ভেতরে আমার বাড়ি,
তুই ছাড়া মন মরে যাবে
হৃদয় করবে আহাজারি।।
হাজার বছর ধরে আমি
যেন শুধু তোরি ছিলাম,
আমার বলে যা কিছু সব
একে একে তোরে দিলাম।
এই প্রেম আমার কর না যেন
কোন পণ্যের মত নিলাম।।
Comments
Post a Comment