ডাকাত এখন দেশে
ডাকাত এখন দেশে
খাদিজা বেগম
চোর গিয়েছে চুরি করে
ডাকাত তখন দেশে,
গুনার খাঁচা কেটে আছি
লোহার খাঁচায় ফেঁসে।।
আর কতকাল ঠকবো আমরা
মীরজাফরের ছলে?
গরিব দুঃখী আর কতকাল
ভাসবে চোখের জলে?
শয়তানেরা দিচ্ছে ধোঁকা
পীর সন্ন্যাসীর বেশে।।
ঘুমে বিভোর তা ভেবো না
সজাগ আছি আমরা,
সময় হলেই উঠব খেপে
তুলে নেব চামড়া।।
যা যা ভালো হয়ে যারে
ভালোবেসে এই দেশ,
আমরা সবাই ভালো হলে
থাকব নাতো আর ক্লেশ।
হাসিখুশি থাকবে লোকে
জীবন কাঁটবে হেসে।।
Comments
Post a Comment