একবারও কি ভেবেছ
একবারও কি ভেবেছ
খাদিজা বেগম
দেখছেন তিনি শুনছেন তিনি
তার কাছে নাই কোন কিছু গোপন,
ভালো মন্দ সকল বিষয়
ও মন তুমি যা করেছ রোপণ।।
আজকে যাহা রোপণ করছো
তোমার কথা এবং কাজের মাঝে,
কালকে তুমি সে ফল পাবে
লাভ হবেনা এতো ভালো সাজে।
আপনা থেকে আপন তিনি
তার চরণে সব করে দাও অর্পণ।।
যার জমিতে বসত করো
যার বিছানায় ঘুমাও আবার জাগো,
একবারও কি ভেবেছো মন
তোমরা দুজন দুজনার কি লাগো?
যার পানিতে তৃষ্ণা মেটাও
যার খাবারে পেট ভরে খাও তুমি,
তারে ছাড়া অন্য কাউকে
না দিওনা তোমার অন্তর্ভূমি।
তার চাওয়াতে সব দিয়ে দাও
তার বেলাতে মন থেকো না কৃপণ।।
Comments
Post a Comment