ঘুমাইয়োনা
ঘুমাইওনা
খাদিজা বেগম
ঘুমাইওনা ঘুমাইওনা
ওগো আমার প্রাণের সখী,
তোমার হাতে মুছিয়ে দাও
আমার অশ্রু ভরা আঁখি।।
কথা ছিল তুমি আমি
আমরা থাকবো পাশাপাশি,
সেই তুমি আজ চিরনিদ্রায়
আমি অশ্রু জলে ভাসি।
না বলা যে কত কথা
মনে রয়ে গেছে বাকি।।
কেমন করে ঘুমাও তুমি
আমাকে না ঘুম পাড়িয়ে,
কেমন করে চলে যাচ্ছ
আমার ভেজা চোখ এড়িয়ে।।
তোমায় ডেকে ডেকে দেখো
আমি হলেম দিশেহারা,
তবু কেন নিরব তুমি
খোলো না চোখ দাও না সাড়া?
তুমি ছাড়া আপন হারা
যেন ডানা ভাঙ্গা পাখি।।
Comments
Post a Comment