হেলমেট পরা

 হেলমেট পরা 

খাদিজা বেগম 


মুখে মুখে বেশ তো বলো 

মানবতার দারুণ বুলি,

ন্যায্য দাবি চাইতে গেলেই 

কেন তোমরা চালাও গুলি?


আর কত রক্ত দেব

দেবো আরও কতটা প্রাণ?

তৈরি আছি বাঙালিরা 

তোমায় দিতে প্রাণ বলিদান ।। 

ন্যায্য কথা বলবোই আমরা 

যতই ভাঙ্গ মাথার খুলি??


আমরা তোমার প্রজা তো নই 

তুমিও নও মোদের রাজা,

তবু কেন কথায় কথায় 

নিচ্ছো জেলে দিচ্ছ সাজা?


তোমার সন্তান বিদেশ রেখে 

কেন দেশের সন্তান মারো? 

সন্ত্রাসীদের পুষে রেখে 

তোমরা কাদের বিচার করো? 

হেলমেট পরা ওই বাহিনী 

বল কাদের কুত্তা গুলি??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান