তোমার ফুলের সুবাস
তোমার ফুলের সুবাস
খাদিজা বেগম
হাওয়ায় হাওয়ায় যখন আসে
তোমার ফুলের সুবাস আমার নাকে,
তখন আমার মনের কোকিল
তোমার প্রেমে মিষ্টি সুরে ডাকে।।
তুমি কি গো শুনেছো তা
শুনেছে কি ঐ মায়াবী হৃদয়,
কুহু কুহু সুরে কোকিল
উড়ে উড়ে ঘুরে ঘুরে কি কয়?
তুমি আমার বসন্ত তাই
মনের শাখে ফাগুন হাওয়া মাখে।।
সবুজ সবুজ কচি পাতায়
হৃদয় বাগান আজ উঠেছে ভরে,
আর কোনো দিন ভাঙ্গে না যে
তোমাকে না পাবার নিষ্ঠুর ঝড়ে।।
যখন তুমি কথা বলো
তোমার সুন্দর কাঁপা কাঁপা ঠোঁটে,
আবাক হয়ে দেখি চেয়ে
তখন যেন ওই ঠোঁটে ফুল ফোটে।
মন ভোমরা মধুর নেশায়
ঘুরে বেড়ায় তোমার ফুলের বাঁকে।।
Comments
Post a Comment