কাজের বুয়া
কাজের বুয়া
খাদিজা বেগম
আমার ঘরের কাজের বুয়া
পালাই গেছে শুনছি পাশের /বাড়িতে,
যাবার আগে নিয়ে গেছে
যা ছিল ধন দৌলত আমার /হাঁড়িতে।।
খুন করেছে গুম করেছে
যেতে যেতে সে করেছে /ডাকাতি,
তার দলীয় লোকের হাতে
ছিল অনেক আর্মি অস্ত্র /চাপাতি।
গণহত্যার লাশ লুকাতে
আগুন দিয়ে গেছে লাশের /গাড়িতে।।
সাজানো একা বাগান ছিল
সেথায় ছিল অনেক রঙের /ফুল পাখি,
বুয়া তাদের হাত কেটেছে
পা কেটেছে অন্ধকরছে /দুই আঁখি।।
এই বুয়া কে ঠাই দিয়েছে
যে বা যারা ভালোবেসে /তার ঘরে,
সেই মানুষে কোন হিসাবে
মানবতার বন্ধু হবে /কি করে?
তাইতো আমি মামলা করেছি
বিচার চেয়ে থানায় থানায় /ফাঁড়িতে।।
Comments
Post a Comment