দাম বেড়েছে
দাম বেড়েছে
খাদিজা বেগম
দাম বেড়েছে দাম বেড়েছে
নিত্য পণ্যের ওই বাজারে বাজারে,
সিন্ডিকেটের দল বেড়েছে
চোর বেড়েছে আজ হাজারে হাজারে।।
পুলিশ গুলো ঘুমে বিভোর
সানি পড়ছে দুই নয়নে নয়নে,
রাজনীতিবিদ নির্বাচন চায়
ভিক্ষার মতো রাজ ভবনে ভবনে।
ওরা চায়না দেশের ভালো
তা শোনা যায় ওদের কথার বাহারে।।
এত এত নেতা কর্মী
বেতন ছাড়া রাজনীতিতে কি করে ?
ওদের নাই তো জমিদারি
প্রশ্ন করো ঐ নেতাদের কে ধরে?
দেশের জন্য হাত হারালো
পা হারালো চোখ হারালো গরিবে,
দেশের জন্য জীবন দিল
স্বপ্ন ছিল আদর্শ দেশ গড়িবে।
রাজনীতির ওই পোশাক পরে
আর ভেঙ্গোনা তোমরা কেউ এই দেশটারে।।
Comments
Post a Comment