মেয়ের পানি

 মেঘের পানি 

খাদিজা বেগম 


আমি তোমার আকাশের মেঘ 

তুমি আমার মেঘের পানি, 

তোমায় ছাড়া প্রাণ হারাবো 

আমি ধ্বংস হবো জানি।।


আমি তোমার সাগরের ঢেউ 

তুমি আমার ঢেউয়ের ছন্দ,

তোমায় ছাড়া সব হারাবো 

এই জীবনের সুখ আনন্দ।

তুমি আমার ভোরের পাখি 

দুই নয়নের ঘুম ভাঙানি।।


আমি তোমার বাগানের ফুল 

তুমি আমার ফুলের আলি,

তোমায় ছাড়া মোমের মতন 

পুড়ে পুড়ে আমি গলি।।


আমি তোমার হৃদয়ের সুখ 

তুমি আমার সুখের ভুবন, 

সুখে দুঃখে থাকবো পাশে 

তুমি আমি আমরা দুজন।

কারো থেকে কেউ যাব না 

দূরে সরে একটুখানি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান