তুমি আসবে
তুমি আসবে
খাদিজা বেগম
আমি জানি তুমি আসবে
উঁচু উঁচু পাহাড় গুলো সরিয়ে,
তুমি আসবে আমার কাছে
সাত সমুদ্র তের নদী পেরিয়ে।।
আমি জানি তুমি আসবে
বৃষ্টির জলে ভিজে ভিজে শ্রাবণে,
ফুলের ঘ্রাণে ভ্রমর হয়ে
উড়ে উড়ে আসবে তুমি ফুল বনে।
পৌষের রাতে আসবে তুমি
উষ্ণ প্রেমের চাদর গায়ে জড়িয়ে।।
তোমাকে যে আসতেই হবে
বাসতেই হবে এই আমাকে খুব ভালো,
তুমি ছাড়া আমার জীবন
শুধু আঁধার ভরা তাতে নাই আলো।।
তুমি আমার সোনার রবি
তোমার ছোঁয়ায় আলোকিত হই আমি,
তোমাকে না দেখলে নয়ন
মন মাঝারে বেড়েই চলে পাগলামি।
মরণ আমায় টেনে নেবে
ভুল করে যাও যদি আমায় এড়িয়ে।।
Comments
Post a Comment