কাপুরুষের দলে

 কাপুরুষের দলে 

খাদিজা বেগম 


এই পৃথিবীর কিছু মানুষ 

পুরুষ নামের কাপুরুষের দলে, 

নারীদের মান হানি করে 

যেথায় সেথায় নানা রকম ছলে।।


ঘরের ভিতর বউ রাখিয়া 

কেহ অন্য নারীর পিছে ছুটে, 

দাঁত কেলিয়ে হাসে কেহ 

নারী জাতির সম্মান লুটে লুটে।

কেউ বা আবার বিয়ের নামে 

নিচ্ছে যৌতুক নানা ছলে বলে।।


টিপ দেখিলে কপাল মাঝে 

কেউবা আবার ব্যাঙের মত লাফায়,

দুধের বাচ্চা ধর্ষণ করে 

কেউবা আবার পৃথিবীটা কাঁপায়।।


হিজাব পরা নারী দেখলে 

কারো কারো পাগলামিটা বাড়ে,

সত্যি কারের মানুষ যারা 

তারাই অন্যের সম্মান রাখতে পারে। 

অভিশপ্ত হয় না যেন

তোমার জীবন কারো চোখের জলে ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান