চোখের কারাগারে

 চোখের কারাগারে 

খাদিজা বেগম 


তোমার চোখের কারাগারে 

আমায় তুমি বন্দী করে/ রেখেছ,

যখন তখন যেথায় সেথায় 

আমায় তুমি অপলকে/ দেখেছ।।


চুপি চুপি তোমার ওই চোখ 

দিবানিশি আমায় দিচ্ছে /পাহারা,

মুক্তি পাবার পথ দেখি না 

আমি দেখি শুধু তোমার /চেহারা।

আমার হৃদয় জুড়ে তুমি

কখন যেন তোমারি রং /মেখেছ।।


ভালবাসার দেয়াল হয়ে 

তুমি আমায় ঘিরে থাকো/ সারাখন,

তুমায় ছাড়া অন্য কিছু 

ভাবে না মন আর দেখে না /দুই নয়ন।।


ওই নয়নের দৃষ্টি দিয়া 

বান মেরেছো তুমি আমার/নয়নে,

তাই বুঝি গো বদলে গেলাম 

মন হারালাম আমি তোমার /শয়নে।

তোমার হাতের রং তুলেছে 

আমায় তুমি তোমার মনে /এঁকেছ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান