প্রেমে পড়েছে

 প্রেমে পড়েছে 

খাদিজা বেগম 


ওগো তোমায় দেখে দেখে 

আমার নয়ন তোমার প্রেমে পড়েছে, 

ওগো তোমায় শুনে শুনে 

আমার চরণ তোমার ঐ পথ ধরেছে।।


তুমি ছাড়া এই পৃথিবীর 

অন্য কিছু দেখে না দুই নয়নে,

তোমার বাড়ি ঐ ঠিকানা

ছাড়া আমার চলে না দুই চরণে।

তোমায় নিয়ে স্বপ্ন দেখে 

আমার এই মন স্বপ্নের ভুবন গড়েছে।।


সেই ভুবনে তুমি আমি 

ওগো প্রিয় শুধু আমরা দুজনে,

ফুলে ফুলে হেলে দুলে 

যেথায় নিত্য করে ভোমরার গুঞ্জনে।।


কুহু কুহু কলরবে 

ফাগুনের ফুল ফোটে সৌরভ ছড়িয়ে,

তুমি আমি আমি তুমি 

দুজন মিলে সেথায় থাকি জড়িয়ে।।

দুঃখগুলো দূরে ঠেলে 

আমি তোমায় সুখে দেবো ভরিয়ে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান