সুনয়না

 সুনয়না

খাদিজা বেগম 


আমার চলার পাশ দিয়ে এক 

সুনয়না হেঁটে চলে,

ঢেউ খেলানো অঙ্গ তাহার 

হেসে হেসেই যেন গলে।।


সেই নয়নার নয়ন মাঝে 

যখন আমার নয়ন পড়ে,

বুকের মাঝে তোলপাড় করে 

যেন ভালোবাসার ঝড়ে।

আমার চলার পথ ভুলে যাই 

সেই নয়নার হাসির ছলে।।


সেই নয়নার মুখের কথা 

শুনতে লাগে গানের মত,

এ মনে চায় শুনি তারে

দিবানিশি অবিরত।।


সেই নয়নার দুটি নয়ন 

যেন কাজল দিয়ে আঁকা,

তার ছোঁয়াতে কানায় কানায় 

নানান রঙের খুশি মাখা।

আমার এ মন ডুবে গেছে 

তার পিরিতের অথৈ জলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান