তোমার বুকে
তোমার বুকে
খাদিজা বেগম
তোমার বুকে আমার নিঃশ্বাস
হয়তো কভু আর পড়বে না,
তোমার বুকে থাকতে চেয়ে
নয়নের জল আর ঝরবে না।।
হয়তো তোমার শরীর ঘেঁষে
আমার শরীর আর থাকবে না,
ভুলতে ভুলতে ভুলে যাবে
হয়তো আমায় আর ডাকবে না।
ভুল করেও তুমি আমার
ঠিকানার পথ আর ধরবে না।।
আমি চাইলেও বাঁচবো না আর
ধরে রাখতে পারব না প্রাণ,
তবু আমার হৃদয় জুড়ে
থাকবে শুধু তোমারি ঘ্রাণ।।
তোমার ঘ্রাণে ঘ্রাণে আমি
চিরতরে নয়ন বুজবো,
নয়ন বুজে বুজে আমি
শুধু তোমার ছোঁয়া খুজবো।
হাজার জনম তোমায় ছুঁয়ে
থাকলেও জানি মন ভরবে না।।
Comments
Post a Comment