তেল
তেল
খাদিজা বেগম
কথা বলার ফাঁকে ফাঁকে
যে জন অতিরিক্ত তেল মাখে,
চকচকে তার চতুর কথায়
ফতুর করে ফেলে দেবে তোমাকে।।
অতিরিক্ত তেলের খাবার
স্বাদ হলে ও স্বাস্থ্য রাখে ঝুঁকিতে,
চরণ চাটা কুকুরগুলো
মাথায় রাখলে মাথা হবে ঠুকিতে।
খুব কৌশলে এড়িয়ে যাও
আপন করে কাছে রেখ না তাকে।।
সবার কাছেই ভালো লাগে
শুনতে নিজের প্রশংসার সুর,
চাটুকারের ও প্রশংসা
শুনতে লাগে আরো মধুর।।
স্বভাব যাদের চরণ চাটা
তারা কাজের চেয়ে কথা বেশি কয়,
এমনি মানুষ থাকলে পাশে
নিশ্চিত ভাবে তোমার হবে পরাজয়।
ভালো মানুষ পাশে রেখো
যারা শুধরে দেবে তোমার ভুলটাকে।।
Comments
Post a Comment