গায়ে হলুদ
গায়ে হলুদ
খাদিজা বেগম
লাগিয়ে দাও লাগিয়ে দাও
গায়ে হলুদ লাগিয়ে দাও,
লাগিয়ে দাও লাগিয়ে দাও
পায়ে আলতা লাগিয়ে দাও।।
আজকে কন্যার গায়ে হলুদ
কালকে কন্যার বিয়ে হবে,
নাচে গানে মজিয়ে দাও
আজ আনন্দ করো সবে।
ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও
মুখে মিষ্টি ঢুকিয়ে দাও।।
লাগিয়ে দাও লাগিয়ে দাও
মেহেদির রং লাগিয়ে দাও,
আলপনাতে আলপনাতে
ঐ দুটি হাত রাঙিয়ে দাও।।
হলুদ শাড়ি পরিয়ে দাও
হলুদ উড়না জড়িয়ে দাও,
নানান রঙের রং মাখিয়ে
রঙিন করে সাজিয়ে দাও।
ছোট বড় সবাই মিলে
দাও দাও তারে আশীর্বাদ দাও।।
Comments
Post a Comment