মনুষ্যত্বের মাপকাঠিতে
মনুষ্যত্বের মাপকাঠি
খাদিজা বেগম
কত মাটির পথ ঘাট রাস্তাগুলো
ধীরে ধীরে হয়ে গেছে পিচ ঢালাই,
রাস্তায় হেঁটে চলা কত মানুষ
আজো ওরা মানুষ হতে পারে নাই।।
কত ঘোড়া, গরু, গাধার গাড়ির
পরিবর্তে চলে ইঞ্জিন চালিত,
কত স্বাধীন চেতা মানুষগুলো
ঐ কুকুর এর মত হয় পালিত।
গাঁধা যেমন ঘোরে মুলার পিছে
স্বার্থের পিছে ঘুরে মানুষ পুড়ে ছাই।।
কত শত গ্রাম ভরে গেছে
ইট পাথরের তৈরি করা শহরে,
কত মানুষ আজও চলে গেছে
বন্য বর্বর অসভ্যদের বহরে।।
বিবেক বুদ্ধি সহানুভূতি
আজকে কেন নাই মানুষের ভেতরে?
স্বার্থের লোভে ধীরে ধীরে
বর্বর হয়ে গেছো তোমরা কি করে?
তোমরা মানুষ মানুষ কি-না
মনুষ্যত্বের মাপকাঠিতে হোক যাচাই।।
Comments
Post a Comment